শিরোনাম :
পদক্ষেপ বাংলাদেশ এর বিজয় মাসের প্রথম প্রভাত নওগাঁয় গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সাওতুল কুরআন নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ মাওলানা আবুল কালাম আজাদ (রহ.) স্মরণে বিশাল আয়োজন বক্তব্য রাখলেন চুয়াডাঙ্গা–২ আসনের এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাশিমপুর ৪ নং ওয়ার্ড বিএনপি’র মিলাদ ও দোয়া মাহফিল। রাজশাহীতে সাংবাদিকদের ওপর এনসিপি নেতাদের চড়াওয়ের ঘটনায় রাজশাহী প্রেসক্লাবের নিন্দা গলাচিপায় আইনশৃঙ্খলা সভায় বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি। —ড. জিয়াউদ্দিন হায়দার তরুণ ভোটারদের ভোটদানে আহ্বান আমিনুল হক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অনুমোদন চাঁপাইনবাবগঞ্জ টোল প্লাজায় পুলিশের চোখ ফাঁকি ব্যর্থ — আমেরিকান পিস্তলসহ যুবক গ্রেপ্তার নলডাঙ্গায় বিএনপির মনোনীত প্রার্থী দুলুর পক্ষে নির্বাচনী প্রচারণা। ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক পরিবারের ওপর হামলা ভাংচুর লুটপাট প্রতিবাদ করলে নারী নির্যাতন মামলার হুমকি গাজীপুর শ্রীপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আদাবরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে ফ্যাসিস্ট আ.লীগ নেতার নেতৃত্বে মানববন্ধন জামালপুর-মাদারগঞ্জে ২০১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এক সাথে পরীক্ষা বর্জন ‎রাজশাহী দুর্গাপুরে নবাগত ইউএনও’র যোগদান ঝিনাইদহে সংঘবদ্ধ ছিনতাই চ/ক্রের সদস্য সন্দে/হে দুইজনকে গ্রে/প্তার করেছে র‍্যাব। ফতুল্লায় পরিত্যক্ত বাড়ির সামনে বাউল শিল্পীর স্বামী খুন ঝিনাইদহে ২৫’শ কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ ঝিনাইদহে সংযোগ ভলেন্টিয়ার্সের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহ-৪ আসনে আগ্রহ বাড়ছে তরুণ ভোটারদের মাঝে একক প্রার্থীতে সুবিধাজনক অবস্থানে জামায়াত, প্রার্থীতা নিয়ে বিএনপিতে বিভাজন স্পষ্ট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহ-৪ আসনে আগ্রহ বাড়ছে তরুণ ভোটারদের মাঝে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের সংসদীয় আসন ৮৪ ও ঝিনাইদহ-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। বিশেষত তরুণ ভোটারদের মাঝে সচেতনতা ও আগ্রহ নজরকাড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিয়মিত মতামত ও বিশ্লেষণ দিচ্ছেন। এ আসনের এক-তৃতীয়াংশ ভোটার তরুণ, যারা এবারই প্রথমবার ভোট দেবেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে প্রার্থী তরুণদের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন, তাকেই জয়ের পথে এগিয়ে যেতে দেখা যাবে।

নির্বাচনী এলাকাটি  কালীগঞ্জ উপজেলা এবং ঝিনাইদহ সদরের ফুরসন্ধি, নলডাঙ্গা, ঘোড়শাল ও মহারাজপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ৩,২৩,০৩৬ জন ভোটারের মধ্যে পুরুষ ১,৬৪,৩৩৮, নারী ১,৫৮,৬৯৩ এবং তৃতীয় লিঙ্গের ৫ জন।

নির্বাচনী মাঠে সক্রিয়তা বাড়ছে জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কালীগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমীর, প্রবীণ রাজনীতিবিদ মাওলানা আবু তালিবকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। ইতো পূর্বে ১৯৯৬ সালের নির্বাচনেও ছিলেন প্রার্থী। তিনি নিয়মিত নির্বাচনী মতবিনিময় সভা, কর্মী সমাবেশ ও কৌশলগত পরামর্শে ব্যস্ত সময় পার করছেন। ভিন্ন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সম্পর্ক রক্ষা করে চলেছেন।  জামায়াতের সমাবেশে ভিন্ন ধর্মের মানুষের উপস্থিতিও এখন দৃশ্যমান। তাদের নেতাদের বিভিন্ন সভা-সমাবেশে জামায়াতের পক্ষে বক্তব্য দিতে দেখা যাচ্ছে।

কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মাওলানা ওলিউর রহমান বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে জামায়াত-শিবিরের কর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। কালীগঞ্জেই তিনজন শহীদ হয়েছেন, নেতাকর্মীরা অসংখ্য মামলা ও হামলার শিকার হয়েছেন । তবুও কেউ আদর্শ থেকে সরেনি এক চূলও । কর্মীদের এই  ‍”দৃঢ়চিত্ত অবস্থানে” সাধারণ মানুষের মাঝে জামায়াতের প্রতি সহানুভূতির জায়গা তৈরি হয়েছে। ফলে বিগত ১৭ বছরে জামায়াতের কর্মী-সমর্থক বেড়েছে কয়েক গুন’।

তিনি আরও দাবি করেন, ‘জামায়াতের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচর হচ্ছে, আমিরে জামায়াতকে নিয়ে চলছে মিথ্যাচার, চলছে তার চরিত্র হননের অপচেষ্টা, শুধুমাত্র জাতীয়ভাবেই নয় স্থানীয় নেতাদের নিয়েও গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, জামায়াতকে নিয়ে মিথ্যা প্রচারণা আজ আর টিকে না।’

মাওলানা ওলিউর রহমান বলেন, জুলাই বিপ্লব পরবর্তী তরুণদের কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণে জামায়াত অগ্রনী ভূমিকা রাখায় তারা জামায়াতের প্রতি আস্থাশীল। নারীর প্রতি জামায়াত কর্মীদের সম্মানজনক আচরণ নিয়ে নারীরাই সোস্যালমিডিয়াতে ভূয়সী প্রসংশা করছেন। তারাও জামায়াতকে ক্ষমতায় দেখেতে চাচ্ছেন। ভিন্ন ধর্মাবলম্বীরাও এখন পরিবর্তন চায় এবং তারা জামায়াতকে বিশ্বাস করছে। জামায়াতের অমুসলিম শাখায় সদস্য সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া জামায়াতের কর্মীরা সন্ত্রাস, ধর্ষণ বা চাঁদাবাজিতে জড়িত নয় – এটাই আমাদের বড় শক্তি। ফলে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী এ আসনে বিজয়ী হবে ইনশাল্লাহ। ”

এ আসনে জামায়াতের ভোটার সংখ্যা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “ঝিনাইদহ-৪ আসনে আমাদের নিজস্ব জনশক্তির রুকন  ও কর্মী  সংখ্যা ৩ হাজার ৬‘শ ৬২, সমর্থক ১ লাখ ৪২ হাজার ১১৪ জন। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের এই ১ লাখ ৪৫ হাজার ৭’শ ৭৯ জন ভোটারই নয়, যুক্ত হবে সাধারণ ভোটও। ফলে এ আসনে আমাদের প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদী এবং আমরাই নির্বাচিত হবো। ২০০১ সাল থেকে জামায়াত এ আসনে একক ভাবে নির্বাচন করতে পারেনি, ফলে মোট ভোটার সংখ্যা দেশবাসির জানার সুযোগ হয়নি। ১৯৯১ আমাদের প্রার্থী নজরুল ইসলাম ১৯, ৯৪৪ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন এবং বর্তমান প্রার্থী মাও. আবুতালেব ১৯৯৬ সালেই ২০,১০৬  ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন।  সেই ভোট বেড়েছে কয়েকগুন। অনেক পরিবার বিএনপি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তারা গত কয়েক দশকে পুরা পরিবার এখন জামায়াতের রাজনীতি করেন। পরিবারগুলিতে বেড়েছে তরুণ ভোটার। এ কথা দৃঢ়চিত্তে বলতে পারি অবাধ নিরেপেক্ষ অংশগ্রহণ মূলক একটি সুষ্ঠু নির্বাচনই বদলে দিতে পারে এ অঞ্চলের মানুষের মনোভাব।”

ঠিক হয়নি বিএনপির প্রার্থী,  গ্রুপিংয়ের অভিযোগ

এখনও প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি। তবে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিভাজন স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থীতা নিয়ে দলটির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হামিদুল ইসলাম হামিদ, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক
এমপি মরহুম এম শহীদুজ্জামান বেল্টুর স্ত্রী মুরশিদা জামানের মধ্যে চলছে ত্রিমুখী লড়াই।

তিনজনই নিজ নিজ অবস্থান থেকে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করছেন, হাটবাজারে কুশল বিনিময় করছেন এবং কর্মীদের নিয়ে সভা-সমাবেশ করছেন।

তবে কালীগঞ্জ উপজেলা বিএনপিতে ‘অন্তর্দ্বন্দ্ব’ প্রকট। বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। জামাল ইউনিয়নে বিএনপির এক পক্ষের দুই সহোদর হত্যাকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এই ঘটনায় বিএনপির প্রভাবশালী নেতা ডাক্তার নুরুল ইসলামসহ ৫৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ফলে উপজেলার পূর্বাঞ্চলে বিএনপির কার্যক্রমে স্থবিরতা এসেছে এবং সাধারণ মানুষের আস্থা কিছুটা কমেছে।

মনোনয়ন নিয়ে বিএনপির স্ব-স্ব গ্রুপের নেতাদের প্রত্যাশা-

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সাইদুল বলেন, “সাইফুল ইসলাম ফিরোজ একজন সৎ, নিষ্ঠাবান, শিক্ষিত নেতা। জিয়া পরিবারের প্রতি তার রয়েছে অটল সমর্থন। বিপদে-আপদে নেতাকর্মীদের পাশে ছিলেন বলেই আজ তার জনভিত্তি দৃঢ়। সম্প্রতি সব শ্রেণি পেশার মানুষ ও বিভিন্ন ধর্মের লোকজন নিয়ে বেশ কয়েকটি সম্প্রীতি সমাবেশ করেছেন। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান । ফলে কালীগঞ্জের মানুষ আগামী দিনেও সাইফুল ইসলাম ফিরোজকে গ্রহণ করবে এবং দলও তার প্রতি আস্থা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com