সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের টঙ্গীতে ডিবি পরিচয়ে বিকাশ দোকানির কাছ থেকে টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন পুলিশ সদস্য ও একজন সাংবাদিক কে গ্রেপ্তার করেছে পুলিশ।এদের মধ্যে পুলিশ সদস্য আজাদুর রহমান আজাদ পুলিশে কর্মরত ছিলেন। অপর একজন মাইটিভির সাংবাদিক পরিচয় দানকারী কামরুজ্জামান টিটু।এর আগে গত সোমবার রাত সাড়ে এগারোটার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিকাশ এজেন্ট সুমন ও তার ভাতিজা আবিরকে ডিবি লেখা সংবলিত একটি নোহা গাড়ি থেকে ৭-৮জন দুর্বৃত্ত নেমে তাদেরকে এলোপাথারি মারধর করে গাড়িতে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে তারা ডাকচিৎকার শুরু করলে একপর্যায়ে তাদের কাছে থাকা ব্যাগ ভর্তি নগদ ৩ লাখ ৫০হাজার টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা।
এ ঘটনায় পরদিন মঙ্গলবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ করে ভুক্তভোগী দোকানে । পরে গত বুধবার মামলা নেয় পুলিশ। এতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে পুলিশ। পরে ওই দুইজনকে ঢাকা ও টঙ্গীর মদিনাপাড়া তেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি আরো বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তাদের দুইজনকে চিহ্নিত করা হয়।গ্রেফতারকৃত পুলিশ সদস্য আজাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তিনি সাময়িক ভাবে বরখাস্ত হয়েছেন।
Leave a Reply