টাঙ্গাইলে কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলের তিন আররেহী নিহত হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া ব্রিজের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কাগমারিপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আঃ রশিদ (২০), লাল মিয়ার ছেলে সবুজ (২০) ও নিহত সবুজের ফুফাত ভাই দিনাজপুর জেলার মুন্নাফ আলী (২২)।
নিহতের স্বজনেরা জানান, সকালে মোটরসাইক নিয়ে ভূঞাপুরে উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ভূঞাপুরে কাজ শেষে সিংগুরিয়া ব্রিজের কাছে এলে বিপরীত দিক থেকে একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলে দুইজন মারা যায় অন্য জন টাঙ্গাইল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। কালিহাতী থানা সার্কেল মো. রাসেল মনির বলেন, টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের সিংগুরিয়া ব্রিজের কাছে সকালে একটি কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকে সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়, হাসপাতালে নেয়ার পথে অন্য দুইজন মরা যায়। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply