লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একই রাতে পল্লী বিদ্যুতের তিনটি ট্রান্সফরমার চুরির হয়েছে। এবং পরে পুলিশ সেগুলো উদ্ধার করেছে। এইসাথে ট্রাকের হেলপার শহীদুল ইসলাম (২৪) কে আটক করা হয়েছে। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার দিবাগত রাত (২৭ জুলাই) ২ টায় উপজেলার পাটাগড়া চৌরাস্তা এলাকায় চুরির ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার সময় ওই স্থানে বিদ্যুতের খুঁটির উপরে লোক ও রাস্তার পাশে দাঁড়ানো লোকসহ ট্রাক দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা সেখানে এগিয়ে গেলে ট্রান্সফরমারসহ চোরেরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। তৎক্ষনাৎ স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং কয়েকজন মোটরসাইকেলযোগে ট্রাকটিকে ধাওয়া করে। পুলিশও পাশাপাশি গাড়ি নিয়ে ধাওয়া করে। পরে দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোল থানা পুলিশের সহযোগিতায় বীরগঞ্জে ট্রাকের হেলপার শহীদুল ইসলামকে পুলিশ আটক করে। এসময় অপর তিন চোর পালিয়ে যায়। রাণীশংকৈল পুলিশ ট্রাক ও ট্রান্সফরমারসহ আটক শহীদুলকে থানায় নিয়ে আসে। রাণীশংকৈল থানার ওসি আরো জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
Leave a Reply