মুজিব বর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে (১লা মার্চ সোমবার) জাতীয় বীমা দিবস উপলক্ষে হরিপুর উপজেলা হল রুমে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। উক্ত
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল করিম। প্রধান অতিথি হিসাবে ছিলেন, জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল সম্মানিত উপজেলা চেয়ারম্যান ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ম্যানেজার কাজল, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরন্স এর আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইন্স্যুরেন্সের
কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এ ছাড়াও বিভিন্ন বীমার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,ইঞ্জিনিয়ার জনাব মোঃ আবু সাঈদ হোসাইন সরকার প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ ইনচার্জ ঠাকুরগাঁও।
এ সময় তারা বলেন, জীবনের ঝুকি রোধ ও নিজের উন্নয়নের লক্ষ্যে বীমা করা অত্যন্ত জরুরি। তাই আমরা মনে করি বীমা করুন, নিজের উন্নয়ন গড়তে বীমা করুন। বীমায় কোন লোকসান নেই বলে জানান বক্তারা। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
Leave a Reply