মোহাম্মদ সোহেল আরমানঃ কক্সবাজার শহরে মোবাইল ফোন আত্মসাতের অভিযোগে পাহাড়তলি এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ টি মোবাইল ফোন উদ্ধার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তৈয়ব হাসান নামে এক যুবককে আটক করতে সক্ষম হয়।কক্সবাজার সদরের সাতঘরিয়া পাড়ার বাসিন্দা রমিজ আহমদের ছেলে তৈয়ব হাসান (১৯) আটক সোমবার (২২ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ ব্যাপারে তিনি জানান, গত ১৬ ফেব্রুয়ারি শহরের কলাতলী ডলপিন মোড় থেকে সেবা টেলিকমের ভিভো ব্রান্ডের ১৪ টি মোবাইল ফোন আটককৃত তৈয়ব হাসান আত্মসাৎ করে পালিয়ে যায়।পরে সেবা টেলিকমের স্বত্তাধীকারি দেলোয়ারের অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম অভিযান চালিয়ে তাকে আটক ও আত্মসাৎ হওয়া মোবাইল স্থানীয় জনগণের সামনে উদ্ধার করা হয়েছে।তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সদর মডেল থানায় সোপর্দ করা হবে।
Leave a Reply