মোহাম্মদ সোহেল আরমানঃ কক্সবাজারের চকরিয়া থানাধীন মধ্য মেধা কচ্ছপিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ৬টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।রবিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, তারেক (২১), মোহাম্মদ শাহরিয়া (২৪) ও নূরুল আমিন (২৩) তিনজনই মধ্য মেধা কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা।ডিবি’র (ওসি) শেখ মোহাম্মদ আলীর জানান, তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দেশের বিভিন্ন স্থানের চোরাই মোটর সাইকেল ক্রয় করে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে ভূয়া নম্বরপ্লেট ব্যবহার করে গোপনে বিক্রি করে থাকে।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply