আশীষ বিশ্বাস স্টাপ রিপোর্টার:
নীলফামারী ডিমলায় মিম আক্তার (১৯) নামে এক গৃহবধূ তার থাকার ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
শুক্রবার (১৬ মে) বিকাল নীলফামারীর ডিমলা উপজেলা সদর ইউনিয়নের রামডাংঙ্গা আমতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিম আক্তার উপজেলা নাউতারা ইউনিয়নের ঝাড়পাড়া গ্রামের বেলালের একমাত্র কন্যা ও রামডাঙ্গা আমতলী গ্রামের আবুল কাশেম আকালুের একমাত্র ছেলে সেলিম (২৪) এর সাথে ৮ মাস পূবে পারিবারিকভাবে ইসলাম শরীয়ত মোতাবেক বিয়ে হয়।
জানা যায়,নিহত মিম আক্তারের সেলিম ও শশুর দুপুরে জুম্মার নামাজ শেষে খাওয়া দাওয়া করে ভ্যান নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে ডিমলা বাজারে বেরিয়ে যান।শ্বাশুড়ি ভুট্টা খেতে ভুট্টা ছিরাতে এবং ছোট্ট ননদীয় পাশের বাসায় খেলতে যান। এ সময় বাসায় মিম আখতার একা থাকে এবং ফাঁকা পেয়ে নিজ ঘরে তীরে সহিত ওড়না গলায় বেধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার ছোট ননদ বাসায় এসে ভাবিকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশেপাশের মানুষ এসে জড়ো হয়। পরে ডিমলা থানায় খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থা থেকে মৃত্যু দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী বলেন,খবর পাওয়ার পর পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে একটি ইউ ডি মামলা করা হয়। আজকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply