ঢাকা সংসদীয় ৫ আসনের ঊপ নিবার্চনে ভোট গ্রহন চলছে ,ভোট চলবে একটানা সকাল ৯-থেকে বিকেল ৫ টা পর্যন্ত ,
এই আসন টি শুন্য হয় আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা মৃত্যুতে ,এই আসনের উপনিবার্চনে আওয়ামীলীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে যাত্রা.বাড়ি থানার সভাপতি বীর মুক্তীযুদ্ধা আলহাজ কাজী মনিরুল ইসলাম মনু কে ,তিনি নৌকা প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করছে ,এবং এই আসনে বিএনপি প্রার্থী ধানের শীর্ষ প্রতিকে প্রতিদন্দিতা করতেছে আলহাজ্ব সালা উদ্দিন আহম্মেদ সাবেক এমপি ,এই ছাড়া ও জাতীয় পাটির প্রতিদন্দিতা করতেছে | সকালে ভোটারে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারের ছেয়ে মহিলা ভোটারের উপস্থিতি লক্ষণীয়।
জানা যায় প্রায় চারশত ভোট কেন্দ্রে ভোট গ্রহন চলছে।এতে কোনো বাঁধা সৃষ্টি হয়নি।উৎসব মুখোরে ভোট চলছে।
যদিও কিছু যায়গা বিশৃঙ্খলা সংবাদ পাওয়া গেলেও আইন শৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করেন।
আওয়ামী লীগ প্রার্থীর একজন কর্মী বলেন যে, সবাই সুষ্ঠ ভাবে ভোট দিচ্ছে।
জানা যায় বিএনপির কোনো প্রার্থীর কোনো কেন্দ্রে পোলিং এজেন্ট পাওয়া যায়নি।
Leave a Reply