ঢাকা ৫ আসন্ন উপনির্বাচনে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার নির্বাচনী পর্যবেক্ষণ টিমের বিশেষ প্রতিবেদন ।
পর্যবেক্ষক টিমের ছিলেন পত্রিকার সম্মানিত সম্পাদক খান সেলিম রহমান উপদেষ্টা সম্পাদক এম এ এ সৌরভ খান এবং সহকারী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ জিন্নাতুল ইসলাম, স্টাফ রিপোর্টার ওমর ফারুক —
————————————————————–
বহু আলোচিত আসন্ন ঢাকা ৫ উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে কাজী মনিরুল ইসলাম মনু নৌকার প্রার্থী বিজয় লাভ করে ।
প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু । বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ এই দুই প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বীতা ছিল ।
পর্যবেক্ষণ
সকালের দিকে যাত্রাবাড়ী ৫০ নাম্বার ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ড কেন্দ্রের ভোটারদের উপস্থিতি কম ছিল, পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে ভোটার উপস্থিতি বেড়ে যায় এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কেন্দ্রের একি অবস্থা লক্ষ্য করা যায় ।
স্কলার প্রি-ক্যাডেট কেন্দ্রের এবং আইডিয়াল হাই স্কুল কেন্দ্রের, প্রাথমিক বালিকা বিদ্যালয় ভোটার উপস্থিতি কম লক্ষ করা যায়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা লক্ষ করা যায়নি, যথারীতি পুলিশের পাহারা কঠোর ছিল। ম্যাজিস্ট্রেট মনিটরিং চোখে পড়ার মতো ।নিরাপত্তার চাদরে শান্তিপ্রিয় ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় ।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু সকাল ৯টা ৫ মিনিটে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন এবং পরবর্তী তার সঙ্গীদের নিয়ে বিভিন্ন ভোটকেন্দ্রে পরিদর্শন করেন।
তবে বিএনপির প্রার্থী আলহাজ্ব সালাউদ্দিন আহমেদকে ঢাকার পাঁচ আসনে কোথাও তাকে লক্ষ্য করা যায় উনি, ওনার নিজের ভোট দিয়েছেন কিনা সে ব্যাপারে আমরা নিশ্চিত নয়।
নির্বাচনীয় ফলাফল
বি এন পির প্রার্থী আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ ধানের শীষ কে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু নৌকার প্রার্থী। কাজী মনিরুল ইসলাম মনু বলেন এই বিজয় ঢাকা আসনের মানুষের উৎসর্গ করলাম এবং ধন্যবাদ জানান আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে আমাকে উপনির্বাচনে মনোয়ন করেছেন। আমি সবার মাঝে একজন জনপ্রতিনিধি হিসাবে কাজ করে যাব। এলাকার উন্নয়ন হবে আমার মূল চিন্তা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারি এ প্রত্যাশা মিডিয়াকর্মীদের কাছে তার নিজের অভিমত ব্যক্ত করেন।
Leave a Reply