রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় রাঙ্গুনিয়া ইছাখালী আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়। এসময় নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন– নেতৃত্ব এবং যোগ্যতা কারণে আজ আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশকে আরো উন্নত এবং সমৃদ্ধশালী করার লক্ষ্যে আপনাদের সহযোগিতা এবং আপনাদের সততা এবং নিষ্ঠার সেই পরিকল্পনাকে আরো বেগবান করবে। আপনাদের আচার-ব্যবহার এবং বিনয়ী হওয়া অত্যন্ত দরকার।রাঙ্গুনিয়া পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গঠন করা এবং অন্য উপজেলার চেয়ে রাঙ্গুনিয়া পৌরসভা একটি ব্যতিক্রম ধরনের অবস্থান তৈরি করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply