
সাখাওয়াত ভ্রাম্যমান প্রতিনিধি ফরিদগঞ্জ (চাঁদপুর) :
২৪-এর কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদবিরোধী ও সর্বশেষ গণঅভ্যুত্থান— প্রতিটি আন্দোলন-সংগ্রামে দেশের ছাত্র সমাজ সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। এ ইতিহাস যুগে যুগে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
এই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ উপজেলাকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত করতে ছাত্র সমাজ ও যুবসমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) দুপুরে ফরিদগঞ্জের কালিরবাজার কলেজ মিলনায়তনে “মাদকমুক্ত সমাজ গড়তে ছাত্র সমাজ ও যুব সমাজের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লায়ন হারুনুর রশিদ বলেন, “আমাদের সমাজ ব্যবস্থাকে কুরে কুরে খাচ্ছে মাদক। যেখানেই যাচ্ছি, সেখানেই মানুষ মাদককে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করছে। তাই ফরিদগঞ্জকে মাদকমুক্ত করতে ছাত্র সমাজের নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, তারা সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির ৩১ দফাই যথেষ্ট। এই ৩১ দফার মধ্যেই সব সমস্যার সমাধান নিহিত রয়েছে। বিশেষ করে ২৫তম দফায় শিক্ষার বিষয়ে যে ঘোষণা দেওয়া হয়েছে, তা দেশের শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবি পূরণ করবে। তাই তরুণ সমাজ আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে অবস্থান নিয়ে ৩১ দফার সফল বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”
সভায় কলেজের অধ্যক্ষ হাফিজ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সহসভাপতি বিল্লাল হোসেন কোম্পানী, প্রবাসী বিএনপি নেতা নেদা শরীফ খান, কলেজ গভর্নিং বডির সদস্য ও ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, মহিলা নেত্রী শারমিন করিম, লিপি হুসাইন, ছাত্রদল নেতা মনির হোসেন ও হোসেন আহাম্মদ প্রমুখ।
পরে লায়ন হারুনুর রশিদ পোয়া আজিজিয়া সিনিয়র মাদ্রাসায় শিক্ষার্থীদের সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়ে অনুরূপ মতবিনিময় সভায় অংশ নেন।
Leave a Reply