সাতক্ষীরা জেলার তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইকবাল হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করেছেন, স্বেচ্ছাসেবী সংগঠন তালা ব্লাড ব্যাংক। রোববার (৩ জানুয়ারি) উপজেলা পরিষদের হল রুমে সংবর্ধনা অনুষ্ঠানে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা, ইউএনও ইকবাল হোসেনের কর্মকান্ডের প্রশংসা করে বলেন, তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তালাবাসীকে সেবা দিয়েছেন। সংবর্ধনার জবাবে ইউএনও ইকবাল হোসেন তালাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, করোনা প্রতিরোধসহ তালা ব্লাড ব্যাংক মুমূর্ষুরোগীকে রক্ত দিয়ে যেভাবে আর্তমানবতার সেবা করে যাচ্ছে তা প্রশংসার দাবিদার। এসময় তিনি উপজেলা চেয়ারম্যানের কাছে তালা ব্লাড ব্যাংকের কার্যক্রমে সবসময় সহযোগিতার অনুরোধ জানান।
Leave a Reply