সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন পুরান বেড়া এলাকার বদিউজ্জামাল এর ছেলে মহিবুল ইসলাম সবুজ দীর্ঘদিন যাবত বাংলাদেশ হেলথ কেয়ার ফেজবুক পেজে অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে মাদক ও ভেজাল ঔষধ কারখানায় তৈরি করে বিক্রি করে আসছে।
গত (৫ মে) সোমবার অবৈধ কারখানায় দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মোঃ জাকির হোসেনসহ কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে মহিবুল ইসলাম সবুজ ও তার বোন জামাই সহ ১০/১২ জন সন্ত্রাসী সাংবাদিকদের উপর হামলা চালায় ও নগদ অর্থ, মোবাইল ছিনিয়ে নেয়।
এসময় সাংবাদিক জাকির হোসেন কে সন্ত্রাসীরা বেধড়ক পিটিয়ে আহত করে।
হামলার শিকার সাংবাদিকরা ৯৯৯ কল দিলে থানা পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে অতি দ্রুত অবৈধ মাদক ও ভেজাল ঔষধ তৈরির কারখানাটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উচ্ছেদ করতে ও সাংবাদিকদের উপর হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, রায়গঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলায় দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানা পুলিশের সুদৃষ্টি কামনা করছি।
Leave a Reply