দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। ৪ মার্চ রাত ২ টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর দিক নির্দেশনায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল এবং ইন্সপেক্টর (তদন্ত) শেখ মাহাবুবুর রহমান এর নেতৃত্বে দর্শনা থানার এস আই সাইফুল ইসলাম,এ এস আই আনোয়ারুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন ছোটবলদিয়া এলাকায়। এ সময় দর্শনা থানাধীন ছোটবলদিয়া গ্রামস্ত ষাটখাল নামক পাকা রাস্তার উপর হইতে দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশ।
এবং আটককৃত আসামিদের কাছ থেকে ২০(বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামিরা হলো বড়বলদিয়া (বাজারপাড়ার) গোলাম রহমানের ছেলে মজিবর রহমান (৩৮), ও মদনা পশ্চিম পাড়ার গুল মোহাম্মদ এর ছেলে ইয়াছিন আলী (৩৬) । আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দর্শনা থানা পুলিশ ।
Leave a Reply