শিরোনাম :
বেপরোয়া গতির ছোবলে ঝরলো কিশোর প্রাণ — শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রোহানের মর্মান্তিক মৃত্যু বিশিষ্ট সমাজসেবক ও এসআইবিএল পরিচালক নার্গিস মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী আজ “পুলিশের ওপর হামলা মামলার আসামি ইসলামি আন্দোলন বাংলাদেশ- চট্টগ্রাম শাখার এক নেতা। তাকে উক্ত মামলায় গ্রেফতার করা হলে, এর প্রতিবাদে চট্টগ্রামের পাঁচলাইশ থানা ঘিরে দিনভর বিক্ষোভ করে ‘ইসলামী আন্দোলন, বাংলাদেশের’ নেতাকর্মীরা আশুগঞ্জে ১৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিদায়ী সংবর্ধনা জানালেন, হরিণাকুণ্ডুর মুক্তিযোদ্ধা কমাণ্ডার চোর সন্দেহে যুবককে হত্যা চেষ্টা হারুয়ালছড়িতে বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ ঝিনাইদহে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার- সার,বীজ উদ্ধারের নাটক সাজানোর অভিযোগে তোলপাড়- মির্জাপুর গোলাপী হত্যা মামলায় স্বামী আব্দুল কাদের শশুর বাড়ী থেকে গ্রেপ্তার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকের পিতার জানাজায় হাজারো মানুষের ঢল

দায়িত্ব গ্রহনকালে কাঁদলেন ও কাঁদালেন মেয়র আনজুমান আরা

স্টাফ রিপোর্টারঃ মোঃ রুবেল ইসলাম সিডর
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১১ বার পঠিত

২৮ ফেব্রুয়ারি
নিজে কাঁদলেন এবং অপরকেও কাঁদালেন। এ কান্না কোনো ব্যথা বা কাওকে হারানোর নয়, এ কান্না ছিল একদিকে আনন্দের অন্যদিকে পৌরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চ্যালেঞ্জের। আওয়ামী লীগ মনোনীত নড়াইল পৌরসভার নব নির্বাচিত খুলনা বিভাগের একমাত্র নারী মেয়র আনজুমান আরা আজ (২৮ ফেব্রুয়ারী) দুপুরে নড়াইল শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের কাছ থেকে পৌর পরিষদের দায়িত্ব বুঝে নেওয়ার সময় অডিটোরিয়াম ভরা মানুষের সামনে তিনি কেঁদে ফেলেন। এ সময় আমন্ত্রিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষে ঠাসা অডিটোরিয়ামে নেমে আসে পিন পতন নীরবতা। মেয়র আনজুমান আরার এ কান্না দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত সকলে। অনেকে আবেগ ধরে রাখতে পারেননি। তাদের অনেকেই সামিল হন মেয়র মেয়র আনজুমান আরার এ কান্নার সাথে।
প্রথম শ্রেনির নড়াইল পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র মোঃ রেজাউল বিশ্বাসের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সোহরাব হোসেন, অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজার পিতা গোলা মুর্তজা স্বপন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নারী নেত্রী রওশনারা কবির লিলি প্রমুখ।
দায়িত্ব গ্রহনের আগে নব নির্বাচিত মেয়র তাঁর বক্তব্যে নড়াইল পৌরসভাকে জবাবহিতিতামূলক, যানজটমুক্ত, দূর্নীতি ও মাদকমুক্ত একটি মডেল পৌরসভা গড়ে তোলার প্রতুশ্রতি দেন।
নড়াইলের অগ্নি কন্যাখ্যাত আনজুমান আরা ছাত্রাবস্থায় বাংলাদেশের ৫ম প্রাচীনতম শতবর্ষী নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। পরে এম.এ পাশ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদান করেন। এখানে তিনি জেলা প্রাথমিক শিক্ষক সমিতির একাধিকবার সভাপতি ছাড়াও কেন্দ্রীয় শিক্ষক সমিতির নেতা ছিলেন। গত ৬ বছর শিক্ষকতা ছেড়ে মহিলা আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করেন।
জানা গেছে, ১৯৭৪ সালে এ পৌরসভায় প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি গাজী আলী করিম। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ২২বর্গ কিলোমিটারের এই পৌরসভায় এ পর্যন্ত ২০১১ সাল ব্যাতীত সব পৌর নির্বাচনেই আ’লীগ সমর্থিত প্রার্থী জয়লাভ করেন। সর্বশেষ গত ৩০ জানুয়ারী আনজুমান আরা আওয়ামী লীগের মনোনয়নে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে পরাজিত কওর পৌর মেয়র নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com