লক্ষ্মীপুর জেলা ব্যুরোঃ২৭/০১/২০২১ ইং রোজ বুধবার লক্ষ্মীপুর জেলা চন্দ্রগন্জ থানা ১৩ নং দিঘলী ইউনিয়নে বিগত ২৭/০১ / ২০২০ ইং তরুন ও যুবকদের উদ্যোগে গড়ে উঠে জনসেবা মূলক রক্তদান কর্মসূচী ব্লাড ব্যাংক
এতে উপক্রিত হয়েছেন নিরিহ ও অসহায় দুই শতাধিক মানুষ এ সেচ্ছাসেবীরা বিনা পসায় বিবিন্ন হাসপাতালে গিয়ে রুগিদের মাঝে সেচ্ছায় রক্ত দান করেন। তাহারা আরো সামাজিক বিভিন্ন ভালো কর্মকান্ডের জড়িত মোহামারি করনা কালিন সময়ও তাহারা বসে নেই খাদ্য বিতরণী লাস দাফন মানুষকে সর্তক করন ভাইরাস নিধন ওষুধ সিটানো সহ সকল কর্মকান্ডের সাথে জড়িতো।
উক্ত সবার সভাপণ্ডিত করেন ১৩ নং দিঘলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সামছুদ্দীন। প্রধান অতিথ হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর। জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহাজান কামাল। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সবুজ বাংলা কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহিন আলম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু
আরো উপস্থিত ছিলেন মুরাদ মাহমুদ, ইমরান হোন, সহেল রানা, ইসমাইল হোসেন খান সুজন, মিজাম উদ্দীন সোহাগ, প্রথম আলোর বন্ধু সভার শান্তন দাশ ফাহাদ বিন বেলায়েত সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply