দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক কমিটির দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ অন্তত ২৪ জন আইনজীবী আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও আইনজীবী সমিতির সদস্য জাকিয়া তাবাসসুম জুঁইকেও লাঞ্ছিত করা হয়। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম, খয়রাত, সারোয়ার আহমেদ বাবু, হাবিবুল্লাহ সহ ২৪ জন আইনজীবী আহত হয়েছেন। আহতদের মধ্যে সারওয়ার আহমেদ বাবু ও হাবিবুল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা ১১টায় দিনাজপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কার্যালয়ে আসেন। এসময় সমিতির আগের কমিটির নেতারা সাধারণ সভাস্থলে গিয়ে বাধা দেন। এরপর দুই গ্রুপের সংঘর্ষের বেধে যায়। দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষে বহিরাগতরাও অংশ নেয়। বিকেল ৪টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে পুলিশ ঘটনাস্থ…
Leave a Reply