সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে স্থবির হয়ে পড়েছে পুরো বাংলাদেশ। কষ্টে জীবন যাপন করছেন ছিন্নমূল মানুষ। অনেকে লক ডাউনের আগে ভিক্ষা করে খেতেন লক ডাউনের কারণে কেউ বাসা থেকে বের হয় না ভিক্ষা করতে পারেন না। এখন তারা দিনাজপুর রেলওয়ে স্টেশনে না খেয়ে অনাহারে দিন পার করছে তাদের কথা চিন্তা করে ভর্তা বিলাস এবং ফুড কেটারিং এর উদ্যোগে তাদের ব্যবসার লাভাংশ থেকে অসহায়,দরিদ্র ও ছিন্নমূল অর্ধশতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করেছে। আজ বেলা তিন ঘটিকায় দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে খাবার বিতরণ করেছেন তারা। এবিষয়ে ভর্তা বিলাস এবং ফুড কেটারিং এর পরিচালক ও দিনাজপুর গার্লস গ্রুপ ও দিনাজপুর অনলাইন হাটবাজার এর এডমিন কনিকা রহমান পারুল জানান,সারা বছর তো লাভ করেছি এই লক ডাউনে আমাদের লাভাংশ টা অসহায়দের মাঝে বিতরণ করি আমাকে দেখে আরো দুই চার উদ্যোক্তা যদি এগিয়ে আসে তা হলে এই ছিন্নমূল মানুষ গুলো দুবেলা খেয়ে দিন কাটাতে পারবে। তিনি সকল কে নিজ নিজ অবস্থান থেকে সামর্থ অনুযায়ী অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।এসময় আরো উপস্থিত ছিলেন উদয়মান গ্রুপের সমন্বয়ক মোঃ বেলাল হোসেন,ড্রিম লাইফ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ কারিমুল ইসলাম
Leave a Reply