মুন্সিগঞ্জ গজারিয়ায় ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান মনসুর আহমেদ খান জিন্নার ব্যক্তিগত উদ্যোগে বাঘাইয়া কান্দি গ্রামের আভ্যন্তরিন রাস্তার জরুরি সংস্কার কাজ চলছে। বিগত ২০০২ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে মজিবুর রহমান চেয়ারম্যান এই গ্রামে ইটের সলিং এর রাস্তা নির্মাণ করে গজারিয়া উপজেলার সাথে সংযোগ স্থাপন করেছিলেন। এরপর দীর্ঘ ১৮ বছর পেরিয়ে গেলেও কারো নজরে আসেনি উক্ত গ্রামের রাস্তা সংস্কার কাজের। একসময় এ রাস্তা দিয়ে সিএনজি, অটোরিকশা, প্রাইভেটকার ও মিনি ট্রাক (আলু নেয়ার জন্য) ইত্যাদি চলাচল করত।
সংস্কারের অভাবে ৪-৫ বছরের মধ্যে এ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এরপর কেটে গেল দীর্ঘ ১৮টি বছর অথচ কোন জনপ্রতিনিধিদের নজরে আসেনি, কেউ উদ্যোগ নেয়নি রাস্তাটির সংস্কার কাজের। অবশেষে ইমামপুর ইউনিয়নের দুইবার এর সফল ইউনিয়ন চেয়ারম্যান উক্ত গ্রামে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। জনাব ফেরদৌসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন দীর্ঘদিন পর হলেও আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। মনসুর রহমান খান জিন্নাহ সাহেব উক্ত রাস্তাটি সংস্কারের জন্য ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন। আশা করি কিছুদিনের মধ্যে যান চলাচল শুরু করতে পারবে।
Leave a Reply