গজারিয়ার এক যুবকের দৃর্বূওেরা রহস্য ময়ভাবে খুন করেন। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার দড়িকান্দি এলাকায় মহাসড়কের পাশে দুর্বৃওরা তাকে হত্যা করে ফেরে রেখে যায়।পরে সোনারগাঁও থানা পুলিশ আবু মুসার লাশ পেয়ে খুঁজ নিতে থাকেন।এক পযার্য়ে খুঁজ নিয়ে জানিতে পারেন আবু মুসা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলাধীন পোড়ােরচক বাউশিয়া গ্রামের মো জয়নাল আবেদীনের ছেলে।তারপর সোনারগাঁও থানা পুলিশ গজারিয়া উপজেলাধীন থানার সাথে সমন্বয় করে নিতচিৎ হন।পরে গজারিয়া থানা পুলিশ বাউশিয়া ইউনিয়ন এর পোড়ারচক এলাকার মৃত্যু মুসার পিতা জয়নাল আবেদীন কে অবগত করেন। মুসার পরিবার তার ছেলেকে পরিকল্পিত প্লানে হত্যা করা হয়েছে বলে যানান।এব্যাপারে পুলিশের সুষ্ট তদন্তের জন্য অনুরোধ করনে।
Leave a Reply