পলাশ তালুকদার স্টাফ রিপোর্টার –
“ঈদুল আযহা আমাদের জন্য শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আত্মত্যাগ ও ত্যাগের শিক্ষা দেয়। নবী হযরত ইব্রাহিম (আ.) এর সাহস ও ঈমানের গল্প থেকে আমরা মানবতার জন্য শিখি কীভাবে কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এই পবিত্র উৎসবে আমরা নিজেদের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও দৃঢ় করার সুযোগ পাই।”
ঈদ হোক ভালোবাসার, ঈদ হোক ঐক্যের, ঈদ হোক আত্মত্যাগের, ভোলা ২ (বোরহানউদ্দিন- দৌলতখান) আসনের বিএনপি’র অভিভাবক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর পক্ষ থেকে,এভাবেই ঈদের শুভেচ্ছা জানান দেউলা ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক আলহাজ্ব নয়ন তালুকদার
তিনি বলেন বিএনপির রাজনীতি হচ্ছে দেশ ও মানুষের সেবা করার জন্য,আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক হিসেবে এই ঈদে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। যাকে যেভাবে পেরেছি নগদ অর্থ ও উপহার সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি।
রাজনীতি হচ্ছে দেশ ও মানুষের সেবা করার জন্য – আমাদের নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর দিকনির্দেশনা অনুযায়ী দেউলা ইউনিয়নের প্রতিটি মানুষের খোঁজখবর নিচ্ছি, সাধারণ মানুষের সুখে- দুঃখে পাশে থাকার চেষ্টা করছি।
বিগত আওয়ামী লীগ সরকারের নেতা কর্মীদের মত টেন্ডারবাজি,চাঁদাবাজি,জমিদখল ও জনস্বার্থ বিরোধী কোন কর্মকান্ডে আমি বিএনপির একজন সৈনিক হিসাবে বিশ্বাসী নই। কারণ আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমাদের নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম জনতায়, মানবতায় ও উন্নয়নে বিশ্বাসী যার প্রমাণ ইতোপূর্বে ভোলা ২( বোরহানউদ্দিন – দৌলতখান) আসনের মানুষ পেয়েছে এবং ভবিষ্যতেও পাবে।
দেউলা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আবারো পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা –
ঈদ মোবারক..
Leave a Reply