দেবহাটা উপজেলায়, কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা গ্রামের ভ্যানচালক কামরুলের চৌদ্দ বছরের মেয়ে, গলায় বড় টিউমার নিয়ে বিনা চিকিৎসায় দিন পার করছিলেন।
টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না কাজলের পরিবার।
ঠিক তখনই এই পরিবারটির পাশে দাঁড়ায় মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান নাট্যনির্মাতা জি এম সৈকতের সহযোগিতায়, সাতক্ষীরার গর্ব ডাঃ সুশংকর মন্ডলের তত্বাবধানে, কাজলকে ঢাকা’র শেখ বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ভর্তি করানো হয়।
কাজলের অপারেশন সফল হওয়ায়,
জি.এম স্পর্শ বলেন,সৃষ্টি কর্তার ইচ্ছায় কাজল এখন সুস্থ।
কাজলের অপারেশনে পাশে ছিলেন ডাঃ সুশংকর মন্ডল ভাই, স্থাানীয় সরকার মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা দেবহাটার আকবর হোসেন ভাই, শশাডাঙ্গার জুয়েল ভাই,
তাদের সকলকে ধন্যবাদ জানাই।
Leave a Reply