ঢাকার দোহারের বাহ্রাঘাট এলাকায় তালতলা সরকার বাড়ী ঘাটে পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়।
২ মার্চ মঙ্গলবার রাত ১০টার দিকে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি ও চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা লাশটিকে উদ্ধার করে।
জানা যায়, রাত ৯ টার দিকে স্থানীয় কয়েকজন বাহ্রাঘাটের পাশে সরকার বাড়ীর ঘাটে নদীর পাড়ে একটি লাশ ভাসতে দেখে। পরে তারা কুতুবপুর নৌ পুলিশকে খবর দিলে দ্রুত নৌ পুলিশ এসে লাশটিকে উদ্ধার করে। ঘটনা স্থলে সেই সাথে চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন বিশ্বাস ও ফাঁড়ির অন্যান্য পুলিশ সদস্যরা এসে নৌ পুলিশ কে সাহায্য করে। পরে লাশটি কে থানায় নিয়ে যাওয়া হয়।
কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সামছুল আলম জানান, খবর পেয়ে আমি ও আমার টিম দ্রুত ঘটনা স্থলে যাই। নদীর পাড়ে একটি নারীর লাশ ভাসতে দেখা যায়। পড়ে লাশটি উদ্ধার করা হয়। লাশটি গলিত ছিলো। প্রাথমিক ভাবে শরীরে কোন ক্ষত চিহ্নের বা আঘাতের চিহ্ন দেখা যায় নি। বয়স আনুমানিক ধারনা করা হচ্ছে ২৫ থেকে ৩০ বছর হবে। পরনে লাল খয়েরি মেকসি ও হাতে শাখা পরা ছিলো। প্রাথমিক ভাবে হিন্দু ধর্মের বলে ধারনা করা হচ্ছে। কি ভাবে মারা গিয়েছে তা এখনো জানা য়ায নি। লাশটি থানায় নেয়া হয়েছে, আইনগত কাজ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
Leave a Reply