শিরোনাম :
চট্টগ্রাম নগর যুবলীগের সহ-সভাপতি দেবু গ্রেফতার পাহাড়তলী থানা অভিযানে একটি দেশীয় তৈরি দুনলা এলজি বন্দুক ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার ধামইরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধে নিহত ১ আহত ৭ মাদক বিরোধী যৌথ অভিযানে ১৪২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ০২ জন গ্রেফতার ও ০২ জন পলাতকসহ মোট ০৪ জন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের। দুর্গাপুরে মর্মান্তিক অগ্নিকান্ড ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। গাজীপুরে তারেক রহমান সহ ৫২ জনকে বেকুসুর খালাস দেওয়ায় শ্রীপুর আনন্দ মিছিল ইতিহাস প্রসিদ্ধ রাণীশংকৈলের নেকমরদ ওরশ মেলার উদ্বোধন ধামইরহাটে ন্যায্য মূল্যে দোকান উদ্বোধন করলো ইউএনও পাঁচবিবিতে হামদর্দ কোম্পানির ভেজাল (সিনকারা)সিরাপ বিক্রেতা আটক ট্রাভেল পাসে প্রথমবারের মত সেন্টমার্টিন গেলেন প্রায় ৭শ পর্যটক, এর ই সাথে সেন্টমার্টিন কক্সবাজার কেন্দ্রীক পর্যটন শিল্পের দ্বার উম্মোচন হলো।

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম-০২ আসনে কর্মীসভা করলেন ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৭৪ বার পঠিত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার তিনটি উপজেলা যথা কুড়িগ্রাম সদর, রাজারহাট এবং ফুলবাড়ির প্রায় দুইহাজার নেতাকর্মী নিয়ে বিশাল কর্মীসভা করলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান।
বাংলাদেশ আওয়ামী লীগের টানা ৩য় বার ক্ষমতায় থেকে যে অভাবনীয় সাফল্য এবং উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে পুনরায় আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে এবং দলীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়ার পাশাপাশি কুড়িগ্রাম জেলার উন্নয়নে তার চিন্তাভাবনা এবং প্রনীত ছয় দফা জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেছেন ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান। এসময় কুড়িগ্রাম সদর আসনের তিনটি উপজেলা কুড়িগ্রাম সদর, রাজারহাট এবং ফুলবাড়ির ১৯৮ টি ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা আগামী নির্বাচনে ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান সংসদ সদস্য হিসেবে জয়লাভ করার ব্যাপারে নিজ নিজ স্থান থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশ আওয়ামী লীগ এবং নৌকা মার্কার মনোনয়ন পেতে দীর্ঘদিন মাঠে কাজ করেছেন কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান। কুড়িগ্রাম সদর আসনটির তৃণমূল পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায় দীর্ঘদিন মাঠে থাকায় আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয়তা বেড়েছে তার।
ব্যক্তিগত জীবনে তিনি প্রকৌশলী হিসেবে সরকারি চাকুরী করলেও পরবর্তীতে অবসর নিয়ে তার নিজ এলাকায় অসহায় মানুষ এবং জনগণের পাশে বিভিন্ন সময় নিজেকে ব্যস্ত রেখেছেন। এছাড়াও তিনি চলচিত্র পরিচালক ও প্রযোজক হিসেবেও যথেষ্ট সুনাম অর্জন করেছেন। বিগত সময়ে তিনি গরীব এবং অসহায় মানুষের মাঝে খাদ্য বস্ত্র বিতরন, অসহায় পরিবারের যেকোনো বিপদে পাশে দাঁড়ানো সহ বিগত করোনাকালীন সময়ে চিকিৎসা এবং খাদ্য সহায়তা ব্যবস্থা করে সাধারণ জনগণের মাঝে নিজেকে জনপ্রিয় নেতা হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। কুড়িগ্রাম জেলার বিগত কয়েকবছর বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরন করেও বানভাসি মানুষের ব্যপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
২০০৬ সালের সংস্কার আন্দোলনে সামনে থেকে ঢাকার রাজপথে নেতৃত্বদান কারী আবু সুফিয়ান ছিলেন ততকালীন ঢাকা মহানগর ৯৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। তিনি বাংলাদেশ চলচ্চিত্র লীগ প্রতিষ্ঠার মাধ্যমে সেসময় ঢাকা মহানগরে বিক্ষোভ কর্মসূচি সহ রাজপথ দখল করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। সেসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এম পি সহ ঢাকা মহানগরের সিনিয়র নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা সিটি করপোরেশনের ততকালীন মেয়র হানিফ সহ ১৪ দলীয় নেতৃবৃন্দ সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন।
ইঞ্জিনিয়ার আবু সুফিয়ানের বর্ণ্যাঢ্য রাজনৈতিক জীবনে বাংলাদেশ আওয়ামী লীগের একজন আদর্শিক নেতা হিসেবে যথেষ্ট পরিচিতি পেয়েছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও তিনি উপলব্ধি করেন নিজ জেলার মানুষের জন্য কিছু করার। সেই তাগিদ থেকে ২০০৮ সাল থেকে তিনি কুড়িগ্রাম সদর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে ব্যপক প্রচার প্রচারণা নিয়ে জনগণের দ্বারে দ্বারে ছুটে চলেছেন।
এছাড়াও আবু সুফিয়ান বিভিন্ন সময় অসহায় মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে প্রায় পাচ লাখ পিস গেঞ্জি এবং তিন লাখ পিস পাঞ্জাবি বিতরণ করে আলোচনায় এসেছিলেন এই মানবিক রাজনীতিবিদ। জনাব ইঞ্জিনিয়ার আবু সূফিয়ানের কাছে তার রাজনৈতিক ইতিহাস এবং অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান,
১৯৭৮ ইং হইতে ১৯৮৮ ইং পর্যন্ত
ততকালীন খলিল গন্জ হাইস্কুল, কুড়িগ্রাম সরকারি কলেজ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের কমিটিতে ছিলেন। পরবর্তীতে ১৯৯০ সাল থেকে বাংলাদেশ চলচ্চিত্র লীগ এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়াও তিনি ঢাকা মহানগরের ততকালীন ৯৪ নং ওয়ার্ড যা বর্তমান ৯৯ নং ওয়ার্ড এর সদস্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, এবং সাংস্কৃতিক সম্পাদক,
পদে ছিলেন। ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারী কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ এর ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি
মরহুম মন্জু মন্ডল এবং সাধারণ সম্পাদক মোঃ জাফর আলীর কমিটিতে তিনি
বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ছিলেন। । তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার আদায়ের লক্ষ্যে বি এন পি, এর বিরুদ্ধ সক্রিয় আন্দোলনে
গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। এছাড়াও তিনি কুড়িগ্রাম জেলার দারিদ্র্য বিমোচন, নদী ভাঙ্গন রোধ সহ এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়েনে তার প্রণীত ৬ দফা দাবি ২০১৪ সাল হতে বর্তমানে চলমান রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং সারা বাংলাদেশের মানুষের জনপ্রিয় নেত্রী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি তাকে মনোনয়ন দিয়ে সংসদে যাওয়ার সু্যোগ করে দেন, তাহলে আমি আমার জন্মস্থান কুড়িগ্রাম বাসীর উন্নয়নে এবং পিছিয়ে পড়া এই প্রান্তিক জনগনের সমস্ত দাবী দাওয়া বাস্তবায়ন সহ এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, তাদের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করব । তিনি আরও বলেন যেহেতু কুড়িগ্রাম জেলা নদী বেষ্টিত একটি জেলা, এবং এখানে অনেক চর রয়েছে। আমি এই চরাঞ্চল গুলোতে সেখানকার বাসিন্দাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং শহরাঞ্চলের সাথে তাদের যোগাযোগ সমন্বয় সহ বিভিন্ন শিল্প কারখানা নির্মাণের ব্যবস্থা করব।
তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী তার বিষয়ে তৃনমুলে অনুসন্ধান করলে তিনি নিশ্চয়ই অবগত হবেন আমি কতদিন যাবত মানুষের সাথে কাজ করে যাচ্ছি। জনাব আবু সূফিয়ান আরও বলেন আমি যখন যে প্রান্তে ছুটে গিয়েছি সেখানকার জনগন আমাকে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অনুপ্রেরণা যুগিয়েছেন । আমি সাধারণ মানুষের ভালোবাসা নিয়েই আগামী নির্বাচনে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com