গোলাম রাব্বানীঃ কঠোর শ্রম ও মেধায় দ্বিতীয়বার ঢাকা অঞ্চলের শ্রেষ্ঠ ইনচার্জ নির্বাচিত হয়েছেন,চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ)ফারুক হোসেন।
বুধবার ১১ নভেম্বর বেলা ১১টায় ঢাকা অঞ্চলের পুলিশ সুপার’র কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ ও কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ইনচার্জ নির্বাচিত করা হয়।মা ইলিশ সংরক্ষণ অভিযান/২০২০ সফল করতে বিশেষ অবদান রাখার পাশাপাশি মেঘনা নদীর দূরদর্শ অস্ত্রধারী নৌ ডাকাত রাজীবকে গ্রেফতার ও মা ইলিশ রক্ষায় জেলেদের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরিতে অসামান্য অবদানের স্বীকৃতি সরূপ তাকে এ সম্মাননা পুরষ্কারে ভূষিত করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতি ঢাকা অঞ্চলের পুলিশ সুপার মো. ফরিদুল ইসলামের হাত থেকে ফারুক হোসেন এ সম্মাননা পুরষ্কার গ্রহণ করেন।
এ সময় ঢাকা অঞ্চলের নৌ পুলিশের ঢাকা ও নারায়ণগঞ্জ জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ ঢাকা অঞ্চলের বিভিন্ন নৌ থানা ও ফাঁড়ির ২৭ জন ইনচার্জ ছাড়াও বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,পুলিশ পরিদর্শক(নিঃ) ফারুক হোসেন চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসাবে যোগদানের পর থেকে,নৌ পথে চাঁদাবাজি বন্ধ করাসহ নৌপথ কে জন সাধারণের জন্য নিরাপদ করে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।এ পর্যন্ত ২৭ জন নৌ ডাকাতকে গ্রেফতার করাসহ মেঘনা নদীর মৎস্য সম্পদ রক্ষার জন্য তার নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।যার স্বীকৃতি হিসাবে এর আগেও তিনি ঢাকা অঞ্চলের শ্রেষ্ঠ ইনচার্জ হিসেবে সম্মাননা পুরস্কারে পুরষ্কৃত হন।
সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়ায় ওসি ফারুক হোসেন বলেন,রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আমার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।এ জন্য আমি সকলের দোয়া ও সহায়তা কামনা করছি, যাতে আমি দেশ ও মানবতার কল্যাণে কাজ করে যেতে পারি।
Leave a Reply