সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মার্চ ২০২১ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ৭ মার্চের ভাষণ, ১৭ মার্চ জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন এবং ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে ধর্মপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ -১ আসনের সাংসদ ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সভায় ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনীন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, এডভোকেট আব্দুল হাই তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার খান পাঠান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, সেলবরশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলাউদ্দিন, জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাধব চন্দ্র সরকার, পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহ আলী আকবর, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন,উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মাইন উদ্দিন, উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি সাফায়াত হোসেন লিটন,উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
Leave a Reply