সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির উদ্যোগে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। স্বাগত বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন। স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম দিদার,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এডঃ ইকরাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির সদস্য নুর রহমান তুষার,সুমন চন্দ্র সরকার, মোশফিকুর রহমান চৌধুরী সোহাগ,সাজিদুল হক,আরমান চৌধুরী মাহফুজুল আলম মেম্বার,ধর্মপাশা উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান বাবর প্রমুখ।
উল্লেখ্য যে গত (০২ মার্চ ২০২১) তারিখে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ অপু ৩১ সদস্য বিশিষ্ট ধর্মপাশা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির অনুমোদন দেন।আগামী ২২ মার্চ ধর্মপাশা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ত্রি – বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান সংগঠন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
Leave a Reply