সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানি ও ধর্মীয় অবমাননাকর প্রচারণা চালানোর দায়ে রাজধানীর মিরপুর এলাকা হতে ইসরাত জাহান রেইলি (১৯)নামে এত তরুণীকে গ্রেফতার করেছে র্যাব-৪। আজ শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
০৫ নভেম্বর ২০২০ রাত ৮.০০ ঘটিকায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল দারুসসালাম থানাধীন এলাকা হতে ধর্মীয় উস্কানিমূলক কুৎসা রটানোর দায়ে ইসরাত জাহান রেইলি (১৯) কে গ্রেফতার করে। র্যাব-৪ জানাই, রেইলি নিজ নামে ০৭ টি ফেইসবুক আইডি, ০২ টি ব্যক্তিগত ব্লগভিত্তিক ফেইসবুক পেইজ এবং টুইটার আইডি হতে দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানিমূলক ও বিদ্বেষী পোস্ট করে আসছে।
তার একাধিক ফেইসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরেও সে নতুন আইডি খোলে ধর্মীয় উস্কানিমূলক প্রচারণার চেষ্টা চালিয়ে আসছিলো। উস্কানিমূলক বিভিন্ন কুরুচিপূর্ণ ব্যাঙ্গচিত্র, বক্তব্য ও ধর্ম বিদ্বেষী ডিজিটাল কন্টেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে । গ্রেফতারকৃত আসামী উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply