শিরোনাম :
ধোবাউড়ায় মাধ্যমিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ধোবাউড়ায় পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে জিআর চাল বিতরণ কক্সবাজার রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে ১ লাখ ২৪ হাজার ইয়াবাসহ যুবক আটক শারদীয় দুর্গাপূজা ঘিরে যশোরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা — চার সেক্টরে স্ট্রাইকিং টিম, ৪০ মোবাইল টিম, ১৭২ মোটরসাইকেল টিম মাঠে; সাইবার ক্রাইম টিমও থাকবে ২৪ ঘণ্টা তৎপর ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি *আজমতপুর সীমান্তে যৌথ অভিযানে ০১টি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড গুলি এবং ০২টি ম্যাগাজিন আটক প্রসংগে।* ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ১৯ (ঊনিশ) জন ব্যক্তি আটক। ঝিনাইদহের কালীগঞ্জে ধর্ষনের শিকার সংখ্যালঘু নারী, ধর্ষক পলাতক জাতীয় দিবসে সৌদি আরবে অর্জিত সাফল্যের জন্য বাদশাহ সালমান ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন।

ধানক্ষেতে পড়ে ছিল রক্তাক্ত কিশোর, পুলিশ উদ্ধার করে পাঠাল হাসপাতালে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৫৬ বার পঠিত

কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের ভুলবাকুটিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে বৃহস্পতিবার (সকাল ১০টায়) অজ্ঞাত পরিচয়ের এক কিশোরকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।জানা গেছে, ধানক্ষেতে এক কিশোর গুরুতর আহত অবস্থায় পড়ে আছে—এমন সংবাদ পেয়ে শাহজাদপুর থানার এসআই আনোয়ার শিকদার ও এসআই শাহ আলম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে কিশোরটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।কিশোরটির মাথা, মুখ ও কানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এখনো পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে আঘাত করে মৃত ভেবে ফেলে রেখে গেছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম আলি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত রেফার করা হয়। এ সময় রোগী পরিবহনের জন্য প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স ভাড়াও পুলিশ প্রদান করে।তিনি আরও বলেন, “এই নৃশংস ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com