ধামইরহাটে অপহরণ মামলার আসামি ইয়াদুল পুলিশের হাতে আটক
মোঃ সহিদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর ধামইরহাটে অপহরণ মামলার আসামি ইয়াদুল ( ২৪) সাপাহার উপজেলার ছাতাহার নয়াপাড়া গ্রামের ফিরুজ কবিরের ছেলে গতকাল ৮ জুন শনিবার দুপুরে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পৃবে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী এর নেতৃত্বে একজন মেধাবী পুলিশ অফিসার এসআই শফিকুল ইসলাম এজাহার নামিও আসামি ইয়াদুলকে আটক করেন ।
এজাহার সূত্রে জানা যায়, মোঃ এরশাদ আলী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন পরে এজাহার দায়ের করেন, এ বিষয়ে ভিকটিমের বাবা বলেন আমার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে অপহরণ কারীর বিরুদ্ধে আমি একটি থানায় এজাহাত করেছিলাম পুলিশ আসামে কে গ্রেফতার করেছে এবং আমার মেয়েকে উদ্ধার বিজ্ঞ আদালত থেকে আমার মেয়েকে আমাকে বুঝিয়ে দিবে বলে জানিয়েছেন তিনি।
এসআই শফিকুল ইসলাম বলেন, অপহরণ কারী ভিকটিমকে নিয়ে ঢাকার পথে রওনা হওয়ার সময় তাদেরকে আটক করা হয় ।
এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, মেয়ের বাবা বাদী হয়ে একটি এজাহার দায়ের করে তদন্ত সাপেক্ষে ভিকটিমকে উদ্ধার করেছি এবং আসামিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply