ধামইরহাটে গ্রামের তরুণদের উদ্যোগে মসজিদের ধান কাটা চলছে
মোঃ সহিদুল ইসলাম
ধামাইরহাট নওগাঁ অফিসঃ
নওগাঁর ধামাইরহাটের উমার ইউনিয়নের বেলঘড়িয়া (কয়রাপাড়া) গ্রামের তরুণদের উদ্যোগে মসজিদে লাগানো ধান কাটতেছে বৃষ্টির পানি ও ঝড়ো হওয়ার কারণে মাঠে পড়ে যায় ৪৯ শতক জমির ধান যা কাঁদতে শ্রমিকদের মূল্য বেড়ে যায় এবং শ্রমিক না পাওয়ার কারণে গ্রামের সকল তরুণদের নেতৃত্বে চলছে ধান কাটা, এই বিষয়ে গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা হলে তারা বলেন, যেসব ছেলেরা মসজিদের ধান কাটতেছে তারা নিজের বাড়ির ধান কাটে না তারা যেভাবে আল্লাহর ঘর মসজিদের জন্য এই তীব্র রোদের মধ্যে পরিশ্রম করে তারা ধান কাটতেছে তারা প্রশংসার যোগ্য ।
আরো বলেন গ্রামবাসীরা,তারা ছাত্র এবং নিজ কর্মে জড়িত তারা যেভাবে একত্র হয়ে মসজিদের কাজে এগিয়ে যাচ্ছে তাতে গ্রামের যুবক ভালো শিক্ষা ও একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে তাদের দেখে ছোটরাও ভালো উদ্যোগের কাজে উৎসাহিত হচ্ছে
তরুণদের সাথে কথা হলে তারা বলে, আমরা মসজিদের ধান কাটার জন্য এসেছি শ্রমিক না পাওয়া কারণে আমরা সবাই একত্র হয়ে এই উদ্যোগ নিয়েছি ।
আমরা আগামীতে মসজিদের কাজে এবং গ্রামের উন্নয়নের জন্য সব সময় কাজ করব ।
Leave a Reply