ধামইরহাটে ঘোষ গ্রহণের অভিযোগে সার্ভেয়ার ময়নুল আটক
ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ ধামইরহাটে ঘোষ গ্রহণের জনতার হাতে আটক ২৫ আগস্ট বিকেলে ধামইরহাট উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ ময়নুল হোসাইনকে (৪৫) বিভিন্ন জনের কাছ থেকে জমি খারিজের নাম করে ঘোষ গ্রহণের দায়ে বৈষম্য বিরোধী ছাত্ররা আটক করে থানায় হস্তান্তর করেছেন, এ ব্যাপারে মোঃ তোফাজ্জল হোসেন বাবু (৫০) পিতা মৃত কছিম উদ্দিন, সাং পলাশবাড়ী, থানা ধামইরহাট, জেলা নওগাঁ, সার্ভেয়ার ময়নুল হোসাইন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ পত্র দাখিল করেছেন, কয়েকজন ভুক্তভোগী সূত্রে জানা যায় এর আগেও এরকম ঘটনা অনেকের সঙ্গে ঘটেছে আমরা জানি না ভূমি কর্মকর্তা এর সঙ্গে জড়িত আছে কিনা, ভূমি কর্মকর্তাকে অনেকবার জানানো হয়েছে কিন্তু তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেন নাই আমাদের সন্দেহ হয় ভূমি কর্মকর্তা এর সঙ্গে জড়িত আছে কিনা আমরা জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করছি বিষয়টি খতিয়ে দেখার জন্য বলে জানিয়েছেন তারা,অভিযোগ সূত্রে জানা গেছে বাদীর নিকট থেকে ময়নুল হোসাইন খারিজের কথা বলে ৩২ হাজার টাকা গ্রহণ করেন। একই অভিযোগপত্রে আরো কয়েকজনের নিকট থেকে খারিজের কথা বলে টাকা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে সার্ভেয়ার ময়নুল কে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে বিভাগীয় মামলা দায়ের করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।
Leave a Reply