
ধামইরহাট নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভিরা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের সহায়তায় এ অনুষ্ঠান হয়। উদ্বোধন করেন আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন মোস্তাক। উপস্থিত ছিলেন ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী ও প্রধান শিক্ষক মো. বেনজির আহমেদ। চাপাইনবাগঞ্জের প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের পরিবেশনায় গম্ভিরাটি উপভোগ করেন সহস্রাধিক দর্শক। অনুষ্ঠানে পানি সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও প্লাস্টিকের ব্যবহার রোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
Leave a Reply