হালুয়াঘাট-ধোবাউড়া প্রতিনিধিঃ ফরহাদ মিয়া
ময়মনসিংহের ধোবাউড়ায় বিদ্যুৎ সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং চলছে। দিন কিংবা রাত—যেকোনো সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষার্থী, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহস্থ—সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে।
এদিকে লোডশেডিং বেড়ে গেলেও বিদ্যুৎ বিল কমেনি বরং দ্বিগুণ হারে আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। একদিকে বিদ্যুতের সংকট, অন্যদিকে অতিরিক্ত বিল—এতে সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে।
ধোবাউড়ার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন, ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় দোকানপাট কার্যক্রম ভীষণভাবে বাধাগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীরাও পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না।
ভুক্তভোগীদের অভিযোগ—বিদ্যুতের এ সংকট দ্রুত সমাধান করা না হলে তাদের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply