নওগাঁয় জেলা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর কল্পনা চৌধুরীর ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন
মোঃ মাহাবুব আলম
চীফ রিপোর্টার
গত ১৪/০৬/২০১৩ তারিখ নওগাঁ সদর থানাধীন একটি পুকুরে অজ্ঞাতনামা নারীর ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় সংবাদ প্রদান করলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। উক্ত ঘটনায় মামলা দায়েরের প্রেক্ষিতে অজ্ঞাতনামা নারীর পরিচয় সনাক্ত এবং অপরাধীকে গ্রেফতারের জন্য নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক মহোদয়ের দিকনির্দেশনায় নওগাঁ সদর থানা এবং জেলা গোয়েন্দা শাখার যৌথ চৌকস টিম তদন্ত কার্যক্রম অব্যাহত রাখে।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার জনাব গাজিউর রহমান, পিপিএম এর তত্ত্বাবধায়নে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব ফৌজিয়া হাবিব খান এর সমন্বয়ে যৌথ চৌকস পুলিশ টিম অনুসন্ধানে মৃত অজ্ঞাতনামা নারীর পরিচয় উদ্ঘাটন পূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা হতে মৃতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করতঃ পরবর্তীতে আসামী মোঃ ফারুক হোসেন (৫০)কে গ্রেফতার করা হয়। আসামি অদ্য বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
Leave a Reply