নওগাঁর পত্নীতলা থেকে ফেন্সিডিলসহ ০১ মাদক কারবারী কে গ্রেফতার করেছে র্যাব-৫
মোঃ সহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্গবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামীসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে,এরই ধারাবাহিকতায় ২৬ আগস্ট ২০২৪ তারিখ ০৮০০ ঘটিকায় নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন গোবরচাপা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৬৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী ১। মোঃ আব্দুল করিম(২৮), পিতা- মোঃ তজিমুদ্দিন হোসেন (তবু) বাবু, যাঃ- নাসনগর, খানা-পত্নীতলা, জেলা- নওগাঁকে গ্রেফতার করা হয় এবং পলাতক আসামী ২। মোঃ আলামিন হোসেন (২৭), পিতা- বাচ্চু মিয়া, সাং-হরিপুর, থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ।
গ্রেফতারকৃত আসামী আব্দুল করিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামী আলামিন এর মাধ্যমে নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ২৬-০৮-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় নওগাঁর গোবরচাপা এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আব্দুল করিম কে আটক করে এবং পলাতক আসামী আলামিন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে লাক্ষীদের উপস্থিতিতে ধৃত আব্দুল করিম কে তল্লাশি করণে তার নিকট থেকে অবৈধ মাদরূদ্রলা ৬৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply