শিরোনাম :
গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার করেছে বাবা ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত, আহত ১০ ঝিনাইদহে অনুষ্ঠিত হলো চাকরীর মেলা, শতশত চাকুরী প্রত্যশীদের ভীড় খাগড়াছড়িতে সেনা অভিযানে ১১০ লিটার দেশি মদ জব্দ,আটক ২ রংপুরে কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ৫ মে থেকে বাজারজাতকরণ হচ্ছে সাতক্ষীরায় আম রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে পি’স্তলসহ গ্রেপ্তার ১ হরিণাকুন্ডুতে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ফেনসিডিলসহ বাস যাত্রী আটক দেবহাটায় এক শিশুর লাশ দাফনের ২ মাস পর কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্ত

নওগাঁয় অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ

মোঃ সহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১০২ বার পঠিত

নওগাঁয় অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ

মোঃ সহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ

নওগাঁ সদর উপজেলায় সাথি আকতার ও তার স্বামী রতনের অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। ১১ জুলাই বৃহস্পতিবার সকালে শহরের লাটাপাড়া বাজার এলাকায় প্রায় দু’শতাধিক মানুষ ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়, মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক বছর আগে লাটাপাড়া এলাকায় অদৃশ্য শক্তির মাধ্যমে জমি কিনে দ্বিতল ভবন তৈরি করে স্বামী সন্তান নিয়ে বসবাস করেন সাথি আকতার। সেই থেকে সাথীর স্বামী নিজেই তার বউয়ের অসামাজিক কার্যকলাপের দালাল ও পাহারাদার হয়ে নিয়মিত দেহ ব্যবসা ও মাদকের আসর বসিয়ে এলাকার ছাত্র ও যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এ ঘটনায় এলাকাবাসী বিভিন্ন সময় প্রতিবাদ করলে তাদের মামলা ও হামলার হুমকি দিতো। এসব অপকর্মের মাধ্যমে তারা নিজ এলাকাসহ বিভিন্ন এলাকার ছাত্র ও যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এমন অসামাজিক কার্যকলাপ করার সময় একদিন রাত ১২ টার দিকে পুলিশ সতর্কও করেন তাদেরকে।
এলাকাবাসীর দাবি ও অভিযোগ, এসব অসামাজিক লোকেরা এলাকায় থাকলে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা খারাপ দিকে ধাবিত হবে। মাদক, জুয়া ও দেহ ব্যবসা প্রতিটা সমাজেই অভিশাপ এবং অন্যায়। এরা প্রতিনিয়ত এই এলাকাসহ বিভিন্ন জায়গার লোকের সমাগম ঘটিয়ে একটা অরাজক ও অসামাজিক কার্যকলাপের মাধ্যমে আমাদের এলাকার সুনাম বিনষ্টসহ এই গ্রামের চরম ক্ষতিসাধন করছে। তাই এইসব দুষ্কৃতিকারীদের সমাজ থেকে অতি দ্রুত উচ্ছেদ করতে স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়, মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ পৌর মুরগী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, দুলাল হোসেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সাবেক এজিএস বেদারুল ইসলাম টুটুল, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক, সজিব ও শিক্ষক তাসলিমা খাতুন।
মানুষ গড়ার কারিগর তাসলিমা খাতুন বলেন, একটি সমাজ দুটি কারণে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। আর এ দুটিই তাদের মধ্যে রয়েছে। এ এলাকায় কোনো প্রকার অসামাজিক কার্যকলাপ করতে দেওয়া যাবে না। এ কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ করেন তারা,পুলিশ মৌখিকভাবে আশ্বাস দিয়ে বলেন, কোন অপরাধ ও অন্যায়মূলক কাজের সাথে পুলিশের কোন আপোষ নেই। সে যদি মাদক ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com