শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুর্ত ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন। ধোবাউড়ায় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক জন গ্রেফতার”” জলঢাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থী সৈয়দ আলীর সাংবাদিকদের সাথে মতবিনিময় গলাচিপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নির্যাতন, নিন্দার ঝড় চুয়াডাঙ্গা জেলা গড়াইটুপি ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয়ে সুধী ও অভিভাবক সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি ঝিনাইদহে আলোচিত ব্যবসায়ী তোয়াজ উদ্দিন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার কালীগঞ্জে কলেজ শিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত ঝিনাইদহের শৈলকুপায় ৪টি সার ডিলারকে জরিমানা! গলাচিপায় লাউগাছের চারা খাওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ১

নওগাঁ ডিসি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ৩০ বছর পর শুরু হতে যাচ্ছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৯৮ বার পঠিত

সোহেল রানা স্টাফ রিপোর্টারঃ

দীর্ঘ ৩০বছর পর নওগাঁয় শুরু হতে হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এমন ঘোষণা প্রদান করেন জেলা প্রশাসক। ইতিমধ্যেই প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এই বিষয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, এক সময় ফুটবল ও হ্যান্ড বল খেলার জগতে পুরো দেশজুড়ে নওগাঁর দখল ছিলো দীর্ঘদিনের। জাতীয় ফুটবল দলের খেলোয়ার এনামুল হক, আজিম উদ্দিনসহ মাঠ কাপানো অসংখ্য ফুটবল খেলোয়ারদের জন্ম হয়েছে এই নওগাঁয়। কিন্তু ৯০দশকের পর থেকে রাজনৈতিক মেরুকরণ ও উপযুক্ত পৃষ্ঠপোষকতার অভাবসহ বিভিন্ন কারণে খেলার জগত থেকে ধীরে ধীরে নওগাঁর সুনাম হারাতে বসে। খেলার ভুবন থেকে নওগাঁর সেই হারানো ঐতিহ্য ফিরে আনতে নতুন করে উদ্যোগ গ্রহণ করেছে জেলা ক্রীড়া সংস্থা। সর্বশেষ ১৯৯১-৯৪সাল পর্যন্ত নওগাঁতে আন্ত:জেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছিলো। এরপর দীর্ঘ ৩০বছর এই টুর্ণামেন্ট আর অনুষ্ঠিত হয়নি। নওগাঁর হারিয়ে যাওয়া খেলার সেই যৌবন নতুন করে ফিরে আনতে এবং বর্তমান ও আগামী প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করতে ঝিমিয়ে পড়া জেলা ক্রীড়া সংস্থাকে উজ্জ্বীবিত করার উদ্যোগ গ্রহণ করে জেলা প্রশাসন। সেই উদ্যোগের অংশ হিসেবেই চলতি মাসের ২৫তারিখ থেকে নওগাঁ আন্ত:উপজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হতে যাচ্ছে। এতে করে জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী ফুটবল খেলোয়ারদের বের করে আনা অনেক সহজ হবে। পরবর্তিতে আন্ত:জেলা পর্যায়ে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন একটি সুস্থ্য ও মেধাবী জাতি গঠনে নিয়মিত খেলাধুলা চর্চার কোন বিকল্প নেই। কিন্তু দিন যতই যাচ্ছে ততই আমরা প্রযুক্তির অপব্যবহারে নিজেদেরকে বিলীন করে দিচ্ছি। এতে করে সমাজে নানা ধরণের অপকর্মের আধিক্য বেড়ে যাচ্ছে। বিশেষ করে যুব সমাজ, বর্তমান ও আগামীর প্রজন্মরা খেলাধুলা থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে সমাজে অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলেছে। অথচ যখন একজন মানুষ নিয়মিত খেলাধুলা করার সুযোগ পায় তখন সেই মানুষ ধীরে ধীরে সকল খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখার চেস্টা করে।

তিনি আরো বলেন,একসময় পুরো দেশজুড়ে নওগাঁর ফুটবল খেলোয়ারদের সুনাম ছিলো। সেই হারিয়ে যাওয়া সুনাম পুনরায় ফিরে আনতে বেশি বেশি ফুটবল খেলার আয়োজন করে জেলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী ফুটবল খেলোয়ারদের খুজে বের করে একটি শক্তিশালী ফুটবল দল গঠন করার কোন বিকল্প নেই। এতে করে নওগাঁর যুবকরা ফুটবল খেলার প্রতি আগ্রহী হয়ে উঠবে। তাই পুনরায় নওগাঁতে নিয়মিত খেলাধুলার একটি সুস্থ ও সুন্দর পরিবেশ বিনির্মাণ করতেই মূলত আন্ত:জেলা জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্টের আয়োজন করা হচ্ছে। আশা রাখি নওগাঁবাসী জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করে আগামীতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার চেস্টা করবে। এতে করে খেলার জগত থেকে নওগাঁর হারিয়ে যাওয়া স্বর্ণালী দিনের রাজত্ব পুনরায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com