নওগাঁ সদরে এসিল্যান্ড নাথাকায় কার্যক্রম ব্যাহত
মোঃ সহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁ সদরে দীর্ঘদিন এসিল্যান্ড নাথাকায় বিভিন্ন ধরনের ভূমিসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। জানা গেছে, গত ০৯ জুলাই নওগাঁ সদরের সাবেক এসিল্যান্ড মোঃ শওকত মেহেদী সেতুকে সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলায় ষ্ট্যান্ড রিলিজ করা হয়,এতে করে গত ১০ জুলাই থেকে ১৫ জুলাই শুণানীর নির্ধারিত দিনে ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা সেবাগ্রহিতারা(খারিজ আবেদন কারী) হয়রানী ও ব্যার্থ হয়ে ফিরে যান।
এছাড়াও স্যার নেই এই দোহাই দিয়ে অফিসে ভিপি সম্পত্তির বাৎসরিক লীজের টাকা নিতে পারছেন না। মিসকেস শুনানির নিষ্পত্তি হচ্ছেনা।
একই সাথে অনেক সেবা গ্রহিতা (নামজারি আবেদন) চলতি মাসের প্রথম সপ্তাহর দিকে অনলাইনে আবেদন করার পরে ভুমি কমিশনার অফিসে অনুপস্থিত থাকায় কেস নং- না পাওয়ায় নথিপত্র সংশ্লিষ্ট তহশিল অফিসে জমা করতে পারছেনা। ফলেই কবে অনেকেই তাদের জরুরী খারিজ প্রক্রিয়া সম্পন্ন হবে এ নিয়ে দুঃশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। সবকিছু মিলিয়ে অফিসার না থাকায় সেবাগ্রহিতাবৃন্দ চরম ভোগান্তির স্বীকার।
এ বিষয়ে নওগাঁ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন শীষ বলেন “আমরা একজন দক্ষ এসিল্যান্ড দেয়ার চেষ্টায় আছি। এক সপ্তাহের মধ্যে একটি ব্যবস্থা হতে পারে। আটকে থাকা গুরুত্বপূর্ণ জরুরী কাজের প্রসঙ্গে এই প্রতিবেদক জানতে চাইলে তিনি আরও জানান যে, সদরের অনেক দায়িত্ব পালন শেষে আমি আসলে জমি সংক্রান্ত দায়িত্ব নিতে চাচ্ছিনা,তবে আইডি অনুমোদন হলেই একান্তভাবে কাজ করতে আগ্রহী,এ প্রসঙ্গে নওগাঁ জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা বলেন,”নতুন এসিল্যান্ড নিয়োগ সরকারি ভাবেই সম্পন্ন হবে, এটি সরকারের দায়িত্ব।”উক্ত বিষয়টি তিনি জানেন, তিনি আশাবাদী যথাসময়ে নিয়োগ কর্তৃপক্ষ নতুন এসিল্যান্ড নিয়োগ করবেন।
অপরপক্ষে তথ্যানুসন্ধানে জানা গেছে,নওগাঁ সদর উপজেলার পৌরসভা সহ ছয়টি ইউনিয়ন ভূমি সেবা কেন্দ্রের মাধ্যমে বিপুল পরিমাণ ভূমি রাজস্ব(খাজনা) আদায় হয়ে থাকে। একই সাথে প্রতিটি অফিস থেকে দৈনিক ১০০-১৫০ টি খারিজ আবেদন করলে গড়ে দুই-আড়াই হাজার আবেদন ঝুলন্ত রয়েছে।
চন্ডিপুর/পৌরসভা ইউনিয়ন ভূমি উপ-সহকারী মোঃ মৌদুদুর রহমান কল্লোল জানান.ভূমি অফিসে সেবা নিতে আসা ব্যক্তিদের ক্ষেত্রে নওগাঁ সদর ভূমি অফিস একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। এখানে দীর্ঘদিন
অফিসার না থাকলে জনসাধারণ ক্ষতিগ্রস্থ হবে। অনেক কাজ জমে ঝামেলার সৃষ্টি হবে। সদরে জরুরি ভিত্তিতে একটি এসিল্যান্ড দিবেন বলে আমি মনে করি।”
জনসাধারণ সরকারের সু-দৃষ্টি কামনা করেছেন যেন খুব তাড়াতাড়ি এখানে একটি এসিল্যান্ড নিয়োগ দেয়া হয়। উক্ত অফিসের অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন জনসাধারণের ভোগান্তি লাঘবে এর অচিরেই একটি সমাধান হবে বলে আমরা আশাবাদী।
Leave a Reply