নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য গ্রেফতার
মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার পুলিশের হাতে আটক হয়েছে। বুধবার রাতে ঢাকার উত্তরা এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। এর আগে পত্নীতলা উপজেলার হরিরামপুর এলাকার শামসুল হক নামের এক ব্যক্তি হত্যা চেষ্টা,হুমকি ও হয়রানির অভিযোগে গত ২০ আগষ্ট নওগাঁয় চার নাম্বার আমলী আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নম্বর সিআর ৪৯৮-এদিকে ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শহীদুজ্জামান সরকার সর্ব্বোমোট সাত বার নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র পেয়ে থাকেন। এর মধ্যে পাঁচ বার তিনি দলীয় প্রতিকে সংসদ সদস্য নির্বাচিত হয়। এরমধ্যে বিতর্কিত ভাবে দশম জাতীয় নির্বাচনে সে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপ এর দায়িত্ব গ্রহণ করে। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পরে সে আইন বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। একের পর এক নির্বাচিত হবার পরে আওয়ামীলীগের দলের ত্যাগি নেতাকর্মীদের কোনঠাসা করে ধামইরহাট পত্নীতলা আসনে গড়ে তোলেন সম্পদের পাহাড়। নিয়োগ বাণিজ্যসহ ভুয়া মুক্তিযোদ্ধা তৈরীর পাশাপাশি নানান অপকর্মের সঙে জড়িত ছিলেন তিনি। এদিকে সাবেক এমপি শহীদুজ্জামান সরকারের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বলেও জানা গেছে।
Leave a Reply