নওগাঁ-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে বিপুলভোটে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ার হোসেন (হেলাল)। আজ শনিবার রাতে বেসরকারিভাবে ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকাল ৫টা পর্যন্ত। দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১ লাখ ৫ হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) আনোয়ার হোসেন হেলাল। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপি শেখ রেজাউল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট। ৩৬.৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নওগাঁ ৬ আসনে উপনিরবাচনে বিপুল ভোটে বিজয় হয়েছে, মোঃ আনোয়ার হোসেন হেলাল ভাই, সেই উপলক্ষে, নওগাঁ জেলা মহিলা আওয়ামিলীগ এর পক্ষ থেকে পারভীন আক্তার,লিপি সাহার ফুলের শুভেচ্ছা জানান। জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা।
Leave a Reply