দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়নের গ্রাম ভাদুরিয়া ঈদগাহ মাঠ ও কবরস্থান মাঠের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রধান অতিথির আসন অলংকৃত করেন দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য- ১১ ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শিবলী সাদিক এমপি এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এবং এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন ।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ৬নং ভাদুরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল বাদশার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসমান জামিল, ভাদুরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্মআহবায়ক মোঃ খাদেমুল বাসার পিন্স এবং উপস্থিত ছিলেন ৬নং ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আহসানুল হোক শামীম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিঃ সহসভাপতি আমির হোসেন, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহম্মেদ, ২নং পালশা ইউনিয়ন পরিষদের আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও নতুন প্রজন্মের যুবতারুণ্যের আস্থা ভাজন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ি মোঃ মাসুদ রানা, আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন।
Leave a Reply