ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মজনু রানা সরকার (৪৫) ও তার ভাই ফয়েজ সরকারকে (৫০) ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লাউরফতেহপুর গ্রামের নিজ বাড়ি থেকে দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছে ১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মঙ্গলবার গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মজনু মিয়া নেতা নাম ভাঙ্গিয়ে এলাকার প্রভাবশালীদের ছত্র ছায়ায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। উপজেলা কৃষকলীগের আহ্বায়ক রানা শামিম রতন বলেন, এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাকে দল থেকে বহিষ্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, তাদের দুইজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাদেরকে জেল হাজাতে পাঠানো হয়েছে।
Leave a Reply