০৬/০৩/২০২১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক দুইস্থানে আজ শনিবার সড়ক দূঘর্টনায় দুই স্কুল পড়ুয়া মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা হচ্ছে উপজেলার নারুই গ্রামে শাহ আল মিয়া ছেলে আদিব (৯) ও রছুলপুর গ্রামে আল আমিনের কন্যা পরশমনি (৮)। এই ঘটনায় পুলিশ ট্রাক্টর চালক এমদাদ মিয়া (২৫) কে গ্রেপ্তার করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকালে নিয়াজ মোহাম্মদ খান উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্র আদিব (৯) রাস্তাপারা পাড়ের সময় দ্রুতগ্রামী একটি ট্রাক্টর পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আদিবের মৃত্যু হয়। অপরদিকে শনিবার দুপরে নাটঘর ইউনিয়নের রছুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃতীয় শ্রেণীর ছাত্রী পরশমনি (৮) প্রাইভেট শেষে বাড়িতে যাওয়ার পথিমধ্যে অটোরিস্কা পিছন থেকে ধাক্কা দিলে আশংকা জনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার কওে ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, সড়ক দূঘটনায় দুই শিক্ষার্থী মারা গেছে। আটক করা হয়েছে এক চালককে।
Leave a Reply