আব্দুল্লাহ আল মোমিন
ষ্টাফ রিপোর্টার পাবনা
উলঙ্গ করে রোদে পেটালো,
চিৎকার করেও রেহাই পেলো না।
মাথার উপর পাথর ভাঙে—
মানুষ, যেনো কুকুরও নয় এখন।
বাজারের মাঝে ফেলে রাখলো,
নৃত্যে উঠলো পিশাচেরা,
স্লোগান দিয়ে বুক ফুলিয়ে বলে—
“চাঁদা দে না, এই তো সেরা!”
ভয়ই তাদের রাজনীতি,
রক্ত দিয়ে লেখে তারা শাসন।
প্রতিবাদ করলেই লেবেল জোটে—
“শিবির!”, “রাজাকার!”, “দেশের দুশমন!”
আজ সবার একটিই কাজ—
চাঁদার টাকা গুছিয়ে রাখো,
না হলে কাল তোমার গা-ও
হবে লাশের নিচে কাঁপা মাটি।
আর এসব দেখে কথা বললে,
দোষ শুধু তোমার গায়ে,
তোমার চোখে কেন আগুন?
তোমার মুখে এমন হায়?
তাই চুপ থাকো, দম বন্ধ করো,
বাঁচতে হলে জিহ্বা কাটো।
আর মুখস্থ করো, মন্ত্রের মতো—
“৩১ দফা মুক্তি দেবে”, ঠিক রাখো।
নমরুদের হাত থেকে
আজ ফেরাউনের রাজত্বে,
মানুষ নয়, শুধু লাশ বাঁচে—
আল্লাহর নামেও হিংসা বাজে।
Leave a Reply