নরসিংদী জেলার সদর উপজেলার করিমপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবাস মেম্বারের ছেলে এরশাদ বাহিনীর প্রধান টৈটা এরশাদ গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছেন নরসিংদী মডেল থানা পুলিশ , এসআই শাহীন ও এসআই শামীম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী শহরের তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করেন, এসআই শাহীন জানান সাবাস মেম্বারের ছেলে টৈটা এরশাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে থানায়, এরশাদের গ্রেফতারে খবর করিমপুরে রসুলপুর শ্রীনগর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি ফিরে আসে সাধারণ জনগণ মিষ্টি বিতরণ করেন ।
অসহায় নিরীহ আওয়ামী লীগের সমর্থকদের মনে স্বস্তি ফিরে এসেছে, শ্রীনগরের একজন আওয়ামী লীগের সমর্থক জানান টৈটা এরশাদ এলাকায় দাঙ্গা-হাঙ্গামা চুরি ছিনতাই লুটপাট মাদক ব্যবসাসহ নারীদের অশ্লীলতা হানি ঘটনা ঘটায় অহরহ । টৈটা এরশাদের অত্যাচার অতিষ্ঠ করিমপুর রসুলপুর শ্রীনগরে লোকজন । তার ভয় আতঙ্কে থাকত এলাকাবাসী । এলাকার সাধারণ মানুষ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এরশাদের শাস্তি দাবি করেছেন এবং কুখ্যাত সন্ত্রাসী টৈটা বাজ কেগ্রেফতার করায় নরসিংদী মাননীয় পুলিশ সুপার ,মডেল থানার ওসি মহোদয় ও সর্বস্তরে প্রশাসনকে ধন্যবাদ জানান এলাকাবাসী । টৈটা এরশাদের গড ফাদার এলাকার লোকজনকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখাচ্ছে পাশাপাশি এলাকায় আবারো গোলমালের পাঁয়তারা করছেন বলে একটি গোপন সূত্রে জানা যায় ।
Leave a Reply