 
																
								
                                    
									
                                 
							
							 
                    
১ম ঘটনা:
গত ২৬ মে ২০২২ সকাল অনুমান ১০.৩০ মিনিট নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউপিস্থ ০৬নং ওয়ার্ড কচুবনিয়া আমগাছ তলা নামক কক্সবাজার টু টেকনাফ সড়ক সংলগ্ন সুলতান ড্রাইভারের বাড়ির পাশে অজ্ঞাতনামা ২/৩ দিন বয়সী নবজাতক ছেলে শিশুর লাশ পাওয়া যায়।
উক্ত অজ্ঞাতনামা লাশ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানার মামলা নং-০৬, তারিখ-২৮/০৫/২০২২খ্রিঃ রুজু করা হয়েছে।
দ্বিতীয় ঘটনা:
একইভাবে গত ১৯ অক্টোবর ২০২১ সকাল অনুমান ১০.৩০ মিনিট নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউপিস্থ ০১নং ওয়ার্ড
তুমব্রু পশ্চিম কুল বিজিবি ক্যাম্পের পশ্চিম পাশে ব্রীজের নিচে খালের পাড় একজন অজ্ঞাত নামা মহিলা বয়স ( আনুমানিক ২৫ বছর) লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
উক্ত অজ্ঞাতনামা লাশ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানার মামলা নং-১৭, তারিখ-১৯/১০/২০২১খ্রিঃ রুজু করা হয়েছে।
একই ইউনিয়নে পৃথক পৃথক ঘটনায় অজ্ঞাত দু’জন ব্যক্তির লাশের অভিভাবক পাওয়া যায়নি।৷ এই ঘটনার পুলিশ ব্যক্তিদ্বয়ের অভিবাবকদের সন্ধান চাই।
উক্ত দু’জন অজ্ঞাত নামা লাশের কোন পরিচয় পাওয়া গেলে নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্রের (এসআই এটিএম শহিদুল ইসলাম এর সাথে ০১৮১১-৩০১২১৭) অবহিত করার জন্য অনুরোধ করা হল।
 
 
                                                
Leave a Reply