মনিজা মাকসুরা (বিশেষ প্রতিনিধি)ঃ
“মানব জাতির কল্যাণে এগিয়ে আসি সেবা দানে “-এ প্রতিপাদ্যকে সামনে রেখে
নাগেশ্বরী ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবক রক্ত দান সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় । গত বুধবার সকাল ১০ ঘটিকার সময় নাগেশ্বরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় । ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন নাগেশ্বরী ব্লাড ব্যাংক এর প্রধান উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য।
এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা মোছা: রাশেদা মমতাজ । রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি রাশেদ আহমেদ,শিক্ষা বিষয়ক সম্পাদক মো ইসমাইল হোসেন ,সাংগঠনিক সম্পাদক মিশকাত ইসলাম, তথ্য সম্পাদক শাহীন আলম প্রচার সম্পাদক আসাদুজ্জামান এবং সংগঠনের নব সদস্য মোছাঃ মনিজা মাকসুরা সহ শাহীন আলম।স্বেচ্ছাসেবক সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় -এই সংগঠনটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন । এই সংগঠনে লক্ষ্য উদ্দেশ্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা। মুমূর্ষু রোগীদের রক্ত সরবরাহ করা এবং সামাজিক কার্যক্রমকে বেগবান করা।
Leave a Reply