নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ এর ট্রাক্টরের ইঞ্জিন থেকে তেল চুরি করে বিক্রি করার সময় ৩ জনকে গ্রেপ্ততার করেছে র্যাব।
এ সময় ২১৫ লিটার চোরাই ডিজেল তেল উদ্ধার করা হয়েছে এবং মিলের একটি ট্রাক্টর (যাচা-১৭) আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে জানোনো হয় র্যাব -৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স সন্ধার আগে উপজেলার দুর্গাপুর আখ ক্রয় কেন্দ্রের পার্শবর্তি রাজাপুর- গোপালপুর সড়কে অভিযান চালায়। এ সময় ট্রাক্টর থেকে তেল চুরি করে বিক্রি করছিলো তারা। তাদের কাছে থেকে চোরাই ২১৫ লিটার তেল ও ওই ট্রাক্টর জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করে লালপুর থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, চুরির বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
Leave a Reply